Monday, January 19, 2015

এ আই এস এফ কর্মীদের ওপর গুলি ও বোমা - প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়ের ওপর হামলা




এ আই এস এফ কর্মীদের ওপর গুলি ও বোমা - প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়ের ওপর হামলা
রাজ্যের কলেজে কলেজে ছাত্র নির্বাচন ঘিরে সংঘর্ষ অব্যাহত। এদিন মনোনয়নপত্র তোলাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের দুটি কলেজের পরিস্থিতি। ইটাহারে মেঘনাদ সাহা কলেজে প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই নেতার ওপর হামলা চালানো হয়েছে। কলেজ ভোট ঘিরে রণক্ষেত্র রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজও। পরিস্থিতি মোকাবিলায় নামল জল কামান।
ইটাহারে মেঘনাদ সাহা কলেজ মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ বেধে যায় গুলিবিদ্ধ হয় দুই ছাত্র। প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি ও বোমা  ছুঁড়লো টিএমসিপির গুন্ডারা। শ্রীকুমার মুখোপাধ্যায় বলেন, ঘটনার পর থেকে কলেজের কয়েকজন পড়ুয়ার খোঁজ মিলছে না। প্রতিবাদে ইটাহার থানার সামনে আমরন অনশনে বসেছেন শ্রীকুমার মুখোপাধ্যায়।
সোমবার সকাল থেকেই মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছিল কলেজে। এ আই এস এফ, এসএফআই সমর্থকরা মনোনয়ন পত্র তুলতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে গণ্ডগোল বেধে যায়। বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। শুরু হয় ইট বৃষ্টি। ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ।
পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। জখম হন রায়গঞ্জ থানার আইসি-সহ কয়েকজন পুলিশ কর্মী।অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। তাতেও কাজ না হওয়ায় জল কামান নামানো হয়।
সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহত হয়েছেন এ আই এস এফ কর্মী রা । তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ করেছে এসএফআই।যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের ছাত্র সংগঠন।